আমি বাবর

1 min read
Introduction

শুভ বিকাল।

আমি মোঃ আল-আমিন বাবর

পেশায় বাবার হোটেলের বাসিন্দা মানে ছাত্র।

ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্স জিনিসের দিকে অসম্ভব রকম আগ্রহ।

ভাল লাগে কম্পু নিয়ে গুতাগুতি করতে। সাথে থাকে উবুন্টু। আর ইন্টারনেটে ঘোরাঘুরি তো আছেই।

ভাত খাই। তবে প্রিয় খাবার খিচুরি। আর সবসময়ের জন্য প্রিয় খাবার মিষ্টি।

প্রিয় রং যে কি তা এখনো বুঝলাম না। কারণ আমার নিজের জন্য লাল রং জঘন্য লাগলেও মেয়েদেরকে লাল রংয়ে দেখতেই ভাল লাগে।

শরৎচন্দ্রের বই পড়তে ভাল লাগে। মাসুদ রানা সিরিজের একনিষ্ঠ ভক্ত।

প্রিয় ব্যক্তিত্ব বাবা।

অবসর কাটে কম্পুর সাথে গুতাগুতি করে।

ব্যক্তি হিসেবে খুবই অগোছালো এবং এলোমেলো। আর অগোছালো থাকতেই ভালবাসি।

এই ব্লগটি চালু করলাম আমার ভাবনা গুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য।

আশাকরি সবসময়ই আপনাদের আমার পাশেই পাব।

অনেক কথা বললাম। এখনকার মত বিরতি। পরে আরও কথা হবে।

ধৈর্য ধরে পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

Share this post

Comments

Leave a Comment

0/1000
S
Shawon

অনেক দারুন এবং প্রয়োজনীয় জিনিসপত্রে ভরা একটা ব্লগ। সবসময়েই আসতে থাকব।
ধন্যবাদ...

ফিরোজ আলম

ভাল লাগল..........................................

A
aparadekto

Hey, I can't view your site properly within Opera, I actually hope you look into fixing this.

F
feersiorn

For the help please use http://www.google.com

রনি পারভেজ

ডোমেইন নেমটা দারুন। মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ।

বাবর

আরে রনি ভাই যে, আপনি তো সবসময়ই আমন্ত্রিত।

অদৃশ্য

টেকটিউনস থেকে আপনার ব্লগে আসা। এত সুন্দর দেখতে (কাজেও তাই) একটা ব্লগ কিভাবে বানালেন, একটু যদি শিখিয়ে দিতেন ভাই। মনে বড় আশা একটা ভাল ব্লগ তৈরি করব।

A
ASIF SAHO

hmm. Feel better, now i'm using ubuntu with ur instruction. and try to set up avro.