পারফেক্ট! নাহ, পারফেক্ট কোন কিছুই হয় না দুনিয়াতে। তারপরও আজ আমি আপনাদের দেখাব কিভাবে একটি পরিপূর্ণ লিনাক্স মিন্ট মেশিন সেটআপ দিবেন, যা উইন্ডোজকে সম্পূর্ণরুপে প্রতিস্থাপন করতে সক্ষম। উইন্ডোজে আপনি যে সব সফটওয়্যার ব্যবহার করেন তার পূর্ণ বিকল্প থাকবে এতে। সুবিধাগুলো পরিষ্কার – আপনি পাচ্ছেন একটা নিরাপদ কম্পিউটিং সিস্টেম যাতে থাকছে না কোন DRM Restriction বা অন্য কোন ধরণের বাধা।

[caption id="" align="aligncenter" width="400" caption="লিনাক্স মিন্ট"]2011-01-01_113328[/caption]

লো প্রোফাইল মেশিনগুলোতে যা কিনা খুবই স্মুথলি চালানো যায়। আরও সুবিধার মধ্যে অন্যতম একটা হচ্ছে সবগুলো সফট পাচ্ছেন সম্পূর্ণ ফ্রীতে। আরও একটা সুবিধা হচ্ছে, লিনাক্স মিন্ট আমার দেখা মতে সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি ডেস্কটপ যা নতুন লিনাক্স ব্যবহারকারীদের জন্যও খুবই সহজ।

আসুন কাজ শুরু করা যাক।

প্রয়োজনীয় এপ্লিকেশন

একটা উইন্ডোজ মেশিনকে সম্পূর্ণরুপে সরিয়ে দিতে হলে আমি চাইব একটা মিন্ট মেশিন যেটায় নিচের এপসগুলা রেডি থাকবে।

গ্রাফিক্সঃ

ইন্টারনেটঃ

অফিসঃ

সাউন্ড এবং ভিডিওঃ

প্রোগ্রামিং

অন্যান্যঃ

সবগুলো এপ্লিকেশনই লিনাক্স মিন্ট রিপোজিটরীতেই পাওয়া যাবে।

আপনি হয়তো খেয়াল করেছেন, একই কাজের জন্য একাধিক সফট রাখা হয়েছে। তবে আপনি যদি জানেন যে আপনার কোনটা দরকার বা কোনটা আপনার প্রিয় তাহলে সবগুলোর দরকার নেই। যেমন বার্ণিং টুল হিসেবে Brasero এবং k3b রেখেছি। যে কোন একটা ইন্সটল করলেই হবে। এটা অন্যন্য সফটগুলার ক্ষেত্রে প্রযোজ্য।

এহহে, পোস্টতো দেখি বিশাল হয়ে যাচ্ছে। তারচেয়ে আপনাদের একটা কাজ দিয়ে রেখে যাই, বাকিটুকু আমি পরের পোস্টে দেখাবো। আপনারা এই সময়টার মধ্যে লিনাক্স মিন্টের লাইভ সিডিটা ডাউনলোড করে ফেলুন। প্রথমে এখান থেকে http://www.linuxmint.com/torrent/linuxmint-10-gnome-cd-i386.iso.torrent টরেন্ট ফাইলটা নামান। এবার যে কোন টরেন্ট ক্লায়েন্ট দিয়ে আইএসওটা ডাউনলোড করে ফেলুন। ডাউনলোড শেষ হলে ISO ফাইলটা একটা সিডিতে রাইট করে রাখুন।

আমি খুব দ্রুতই পরের পর্ব নিয়ে আসছি। সে পর্যন্ত ভাল থাকুন।

ধন্যবাদ।

পূর্বপ্রকাশঃ বিজ্ঞান প্রযুক্তি




What's on your mind?


6 Comments

Mimosa commented almost 13 years ago

Most help articles on the web are inccaruate or incoherent. Not this!

বাবর commented over 13 years ago

ধন্যবাদ।

dr.shamim commented over 13 years ago

আমি টরেন্ট ডাউনলোড করতে deluge, গান শুনি QMMP দিয়ে। ডাউনলোডার হিসেবে Jdownloader ব্যবহার করি।

বাবর commented over 13 years ago

এটাই হচ্ছে মূল জিনিস, নিজের পছন্দটাকে আলাদা করতে পারলেই আর কোন সমস্যা নেই। B-)

রাব্বি হোসেন commented over 13 years ago

:good: :yahoo: :yahoo: :yahoo:

বাবর commented over 13 years ago

:bye: :good: :negative: :scratch: :wacko: :yahoo: B-) :heart: :rose: