Skip to main content

শীতে দেখি কাপুনি ধরিয়ে দিয়ে গেল!

1 min read

উহুহুহু, কম্বলের নিচে বসে রয়েছি। তাতেই কাপুনি ঠেকাতে পারছিনা। :unsure:

ঠান্ডায় একেবারে হাড় পর্যন্ত কাপুনি ধরিয়ে দিচ্ছে।

আজকে কয়েকদিন পর রোদ উঠেছে, তারপরও এই অবস্থা। আর সেদিন যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হল, ওখানে যে কি অবস্থা হয়েছিল আল্লাহ তা'আলাই মালুম। আমার এখানে তো তাও এখন ২০ ডিগ্রি দেখাচ্ছে।

এত ঠান্ডার মধ্যেও একটা কথা মনে করে খালি হাসি পাচ্ছে। :yes:

আজকে জুমআর নামাজে গিয়েছি। গিয়ে যা দেখলাম তাতে তো আমি মসজিদের মাঝেই প্রায় হেসে দিয়েছিলাম। অন্যদিন মানুষকে ডাকাডাকি করে, টেনে, ধাক্কিয়েও সামনের কাতারে পাঠানো যায় না। সবাই পিছনের কাতারে দাড়ায় যাতে নামাজ শেষ হলেই দৌড় দিতে পারে। আর আজকে দেখি কে কার আগে সামনের কাতারে বসতে পারে তার প্রতিযোগিতা চলছে। বারান্দায় চট বিছানো ছিল না, ঠান্ডা। কেউ আর সেখানে বসতে চাচ্ছে না। সবাই সামনে কার্পেটের উপরে বসার জন্য এগিয়ে যাচ্ছে। :D

তখন মনে হলো, এত শীত হয়েও তেমন একটা লস হয়নি। মানুষ একটু একটু করে জাত হাচ্ছে। :P