আপনি কি কখনো আপনার সিস্টেমের ডিফল্ট ফন্ট পরিবর্তন করার চেষ্টা করেছেন, এবং আশ্চর্য হয়েছেন কেন এটা সয়ংক্রিয় ভাবে করা যায় না? চিন্তা মাত করুন। এখন আপনি খুব সহজেই Sans এবং Sans-Serif ফন্ট ফ্যামিলির জন্য প্রথম এবং দ্বিতীয় ফন্ট সেট করতে পারবেন। সিস্টেম রিস্টার্টেরও কোন দরকার নেই, দরকার নেই লগ আউট করে লগ ইন করারও। কাজ হবে চোখের পলকে।

ফন্ট ফ্যামিলি অপটিমাইজার pyFontFixer একটি পাইথন এপ্লিকেশন যা উইন্ডোজের ফন্ট ফিক্সারের মত কাজ করবে। ফন্ট ফিক্সারের মত বললে একটু ভুলই হবে কারণ  pyFontFixer দিয়ে আরও সহজে ফন্টের সেটিংস ঠিক করা যাবে। অনেকে বিশেষ করে ইন্টারনেটে বাংলা ফন্ট দেখার জন্য তাদের ব্রাউজারের ফন্ট সেটিংস উল্টাপাল্টা করে ফেলে। অপারেটিং সিস্টেমের সেটিংসও উলটপালট করে ফেলে। আবার অনেকে দ্বিতীয় ফন্ট হিসেবে বাংলা সেট করার চেষ্টা করে। pyFontFixer তাদের সকলের জন্য নিয়ে এসেছে One Click Solution. শুধু মাত্র ক্লিক করুন এবং দেখুন এর জাদু।

এই অতি প্রয়োজনীয় সফটটা বানিয়েছে আমাদের সবার প্রিয় সারিম ভাই। তাকে এই মাঝরাতে ভোরের কুয়াশা ভেজা একরাশ লাল গোলাপ সহ ধন্যবাদ এবং অভিনন্দন।

ডাউনলোড করুন এখান থেকেঃ http://code.google.com/p/pyfontfixer/downloads/list

ইন্সটল করার জন্য ডাউনলোড করা ফাইলটা শুধুমাত্র ডাবল ক্লিক করুন।




What's on your mind?


9 Comments

hasan commented almost 14 years ago

জঠিল লিখেছেন ভাই

ডিজে আরিফ commented almost 14 years ago

বাবর ভাই জটিল জিনিষ শেয়ার করলেন, আমার কাজে আসবে! :yahoo:

বাবর commented almost 14 years ago

কাজে লাগলেই প্রোগ্রামারের সার্থকতা।