ভাল আছেন সবাই?

কয়েকদিন ধরে পোস্ট করতে পারছিলাম না। খুবই ব্যস্ততায় কেটেছে একটা প্রজেক্টের জন্য। তবে এখন আশা করি আবার নিয়মিত হব।

আজকের পোস্ট আমাদের সবার প্রিয় ভিএলসি মিডিয়া প্লেয়ার নিয়ে।

কম্পিউটার ব্যবহার করেন কিন্তু ভিএলসির সাথে দেখা হয়নি এমন মানুষ খুব কমই আছে। বিশেষ করে লিনাক্স এবং ম্যাক ইউজারদের মধ্যে। তবুও যারা জানেননা তাদের জন্য আবারও বলছি ভিএলসি একটি ওপেন সোর্স মিডিয়া প্লেয়ার। আমাদের ব্যবহৃত প্রায় ধরনের ফরম্যাটের মিডিয়া ফাইলই এই প্লেয়ার চালাতে পারে। সাথে আছে অনলাইন স্ট্রীমিং, অনলাইন রেডিও, মিডিয়া কনভার্সন সহ নানান সুবিধা।

যারা এখনও এই অসাধারণ প্লেয়ারটির স্বাদ নিতে পারেননি, তারা প্লেয়ারটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন এখনই পরখ করে নিন সব কাজের কাজী এই প্লেয়ার টি।

Get VLC

আপনারা অনেকেই ভিএলসির ডিফল্ট লুক নিয়ে হয়ত বিরক্ত করছেন। ভাবছেন যদি একটু অন্য স্বাদ নেয়া যেত তবে মন্দ হত না। আমিও তাই বলি, থাকতে কেন আমরা বঞ্চিত হব! ;-)

এই কাজের জন্য ভিএলসির অনেক সুন্দর সুন্দর স্কিন পাওয়া যায়। আপনি চাইলে মুহূর্তই পাল্টে ফেলতে পারেন ভিএলসির লুক। দিতে পারেন সনির পিএসপি বা আইফোনের লুক। যেটা আপনার পচ্ছন্দ, কারণ আপনার জন্য রয়েছে অসংখ্য অপশন।

তো এখনই ডাউনলোড করে ফেলুন সুন্দর সব স্কিন নিচের লিংক থেকে।

VLC Skin Download

ডাউনলোড শেষ। এবার ইন্সটল করার পালা।

এজন্য প্রথমেই স্কিন প্যাকেজটি এক্ট্র্যাক্ট করে নিন।

ইন্সটল করা খুবই সহজ।

প্রথমে লিনাক্সেঃ আপনার হোম ডিরেক্টরীতে /.local/share/vlc/ ফোল্ডারটি খুজে বের করুন এবং এর ভিতেরে skins2 নামে একটা ফোল্ডার বানান। এবার এক্ট্র্যাক্ট করা ফাইল গুলো এই ফোল্ডারে কপি পেস্ট করুন।

এবার উইন্ডোজেঃ ভিএলসি ইন্সটলেশন ফোল্ডারের (যেমনঃ C:Program FilesVLC) ভিতরে skins নামে একটা ফোল্ডার বানান এবং তাতে ফাইলগুলো কপি পেস্ট করুন।

ইন্সটলেশন শেষ। এবার ভিএলসির স্কিন মুড অন করতে হবে। এজন্য ভিএলসির সেটিংস এ ইন্সটফেসকে নেটিভ মুড থেকে স্কিন মুডে পরিবর্তন করুন। এখন থেকে আপনি সহজেই Interface>Choose Skin থেকে স্কিন পরিবর্তন করতে পারবেন।

উপভোগ করতে থাকুন পছন্দের স্কিন সহ ভিএলসি মিডিয়া প্লেয়ারে মিডিয়া লাইফ। :good:

নোটঃ

১. স্কিন প্যাকেজটি প্রতিদিন আপডেট করা হয়।

২. স্কিন ম্যাকে কাজ করবে না।

৩. স্কিন পরিবর্তন করার পর ভিএলসি রিস্টার্ট দিতে হবে।




What's on your mind?


4 Comments

ভাই ভিএলসি মিডিয়া player এর সেটিংস অপশন টা খুজে পাইনা।কোথায় পাওয়া যাবে।

বাবর commented about 13 years ago

ভিএলসি ওপেন করে Ctrl+P চাপুন। প্রেফারেন্স উইন্ডো ওপেন হবে।