বিভিন্ন সময়ে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানের কথা শোনা যায় যেখানে সামান্য বিনিয়োগ করে অধিক পরিমানে লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখানো হয়। আসলে কিছু দিন পরে দেখা যায় হায় হায় কোম্পানী। আর ক্ষতিগ্রস্থ হয় আম জনতা। এই আমার পরিচিত এক ছোটভাই আছে যে ভিসারেভ নামে এক অনলাইন প্রতিষ্ঠানে লাখ টাকা বিনিয়োগ করে এখন হাপিতেষ করে বেড়াচ্ছে।
আজকের দিনে ইন্সট্যান্ট মেসেঞ্জার আমাদের অনলাইন জীবনের অন্যতম এক অনুষঙ্গ হয়ে দাড়িয়েছে। বিনাখরচে মুহূর্তে যোগাযোগের জন্য এর সাথে আর কিছুর তুলনা হয়না। আমরা সবাই যোগাযোগের প্রয়োজনে অনেকটা বাধ্য হয়েই একাধিক মেসেঞ্জার আইডি ব্যবহার করি।
এসব সত্যি কিনা কে জানে। পেলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। সত্যি হলে আসলেই ভয়াবহ অবস্থা। সত্যি হোক বা না হোক নিজেদের সাবধান হতে তো আর কেউ না করছে না। প্লীজ একটু সাবধান হোন। নিজের এখন নিজেরই রক্ষা করতে হবে।